গত ৬ অক্টোবর সকালে শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রথতলা এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল। মৃতের নাম রতন রায় ওরফে বাবু (৫০)। জগদ্দলের গোলঘর রবীন্দ্র পল্লীতে তাঁর বাড়ি। সুদের কারবারি রতনকে খুন করার অভিযোগ উঠেছিল।
বাসুদেবপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন দেবাশীষ দাস ওরফে লাল। এর বাড়ি নোয়াপাড়া থানার কে এন চ্যটার্জি রোডে। পাপ্পু-আরমান-সহ ধৃত বাকি তিনজনের বাড়ি ভাটপাড়া থানার কাঁকিনাড়ার মানিকপীরে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন