ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে , সামগ্রি সহ লক্ষাধিক টাকা চুরি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now
Shyamnagar news stole lakhs of rupees including materials

ছবি ;-  লন্ড ভণ্ড হয়ে রয়েছে জিনিসপত্র
 

লড়াই ২৪ ঃ –   বাড়িতে কেউ ছিল না, ঠিক তখনই  সর্বস্ব লুঠ হল জগদ্দল থানার শ্যামনগর নব রবীন্দ্রপল্লীতে। গত রবিবার গৃহকর্ত্রী সুমিতা বিশ্বাস বাপের বাড়ি রিষড়ায় গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলায় বাড়িতে ফিরে দেখেন ঘরে জিনিসপত্র লন্ডভন্ড।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সুমিতা দেবীর দাবি, আলমারি থেকে নগদ তিন লক্ষ টাকা এবং শোকেস, আলমারিতে রাখা দশ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির পিছনের  দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভেতরে ঢোকে। দুঃসাহসিক লুঠের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। 

 

Shyamnagar news stole lakhs of rupees including materials

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment