হ্যান্ড স্যানিটাইজার মিশ্রিত জল খেয়ে অসুস্থ ১০ মাসের শিশু, কাঠগড়ায় আশাকর্মী
আগরতলা: স্বাস্থ্যকেন্দ্রে আসা দশ মাসের শিশুপুত্রকে হ্যান্ড স্যানিটাইজার মেশানো জল খেতে দেওয়ার অভিযোগে ত্রিপুরার এক আশা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হল। জল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে মঙ্গলবারই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে লোকাল থানা একটি জিডিও নিয়েছে। যদিও, অভিযুক্ত আশাকর্মীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৩৩ কিলোমিটার দূরে, উনাকোটি জেলার সোনাইমুরী গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে পোলিয়োর টিকাকরণ চলছিল। পোলিয়ো টিকা দিতে শিশুটিকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন মা।
এরপর পোলিয়োর টিকা দেওয়ার পর বাচ্চাটির পিপাসা পেলে, তাঁর মা ওই আশাকর্মীর কাছে জল চেয়েছিলেন। সেই জল শিশুটি খাওয়ার পরপরই ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণ কিছু বুঝতে না-পেরে, তড়িঘড়ি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান মা। বাচ্চাটির অসুস্থতার কারণ যে জল , হাসপাতাল থেকে সে বিষয়ে নিশ্চিত করা হয়।
শিশুটির মা পরে খোঁজ নিয়ে জানতে পারেন, বাচ্চার জন্য জল চাইলে হ্যান্ড স্যানিটাইজার মিশ্রিত জলের বোতল এগিয়ে দিয়েছিলেন অভিযুক্ত আশাকর্মী। তা থেকেই ভয়ানক বিপত্তি। হাসপাতালের তরফে বুধবার জানানো হয়েছে, দশ মাসের শিশুটি এখন বিপন্মুক্ত। দু-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে।