মালদা: ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার মালদায় একটি কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরু পাচার নিয়ে বিএসএফ ও কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।পাশাপাশি জেলার মাইনোরিটি সেলের চেয়ারম্যান মোথাবাড়ি তৃণমূল নেতা নজরুল ইসলামকে ঘোষণা করেন মন্ত্রী।
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মালদায় এসে পুরাতন সার্কিট হাউসে উঠেন।বৃহস্পতিবার সকাল সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করে মাইনরিটি সেলের মালদা জেলার চেয়ারম্যান ঘোষণা করলেন মোথাবাড়ির সমাজসেবী তথা তৃণমূল নেতা নজরুল ইসলামকে।
ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় তাকে। মূলত আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নেয় রাজ্য তৃণমূল নেতৃত্ব ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই কমিটি গঠন। এই কমিটিতে থাকছে মুসলমান সহ শিখ, খ্রিস্টান, বৌদ্ধ। সকলকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে চলতি মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে। পাশাপাশি সীমান্ত দিয়ে গরু পাচার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় সরকার ও সীমান্ত রক্ষীবাহিনীকেই দায়ী করেছেন মন্ত্রী।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মোথাবাড়ি তৃণমূল নেতা নজরুল ইসলাম সহ তৃণমূল কর্মী ও সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীরা। সাংবাদিক সম্মেলন শেষে তিনি রওনা হন কলকাতার উদ্দেশ্যে।