ষষ্ঠী থেকে দশমী ভারী বৃষ্টির সম্ভবনা পশ্চিমবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ষষ্ঠী থেকে দশমী ভারী বৃষ্টির সম্ভবনা পশ্চিমবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যান্য বছরের তুলনায় জাঁকজমকপূর্ণ পূজো না হলেও এবছর সামান্য হলেও পুজো হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবছর মণ্ডপে মানুষের প্রবেশ নিষেধ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে, এর মধ্যেই গোটা শহর পুজোর আনন্দে সেজে উঠেছে। কিন্তু, সেই আনন্দ কেড়ে নিল বৃষ্টি। কারণ পুজোর দিনই বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ১৯ অক্টোবর মধ্য-বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর যার অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে থাকলেও, প্রভাব পড়বে এ রাজ্যেও। নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপকূল এলাকা থেকে ঢুকবে রাজ্যে। তার জেরেই বৃষ্টি হতে পারে।

এই বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “নিম্নচাপের অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে। ২১ থেকে ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।” এছাড়া আলিপুর আবহাওয়া দফতর দুর্গাপুজোর সময় কলকাতার জন্যে এলাকা ভাগ করেও পূর্বাভাস দেবে বলে জানিয়েছে।

পুজোর আগে শুক্রবার, ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার পর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এছাড়া, ২১ থেকে ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment