WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Smart phone under 5000

লড়াই ২৪ : বর্তমানে আমরা স্মার্ট ফোনের উপর নির্ভরশীল। অনলাইন হোক কিংবা অফলাইন প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দেশজুড়ে নিত্যনতুন স্মার্ট ফোন । কিন্তু পাশাপাশি এমনটা ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের আর্থিক অবস্থা শোচনীয় । তারা কিন্তু এখনও পর্যন্ত স্মার্টফোনের ধারে কাছে ঘেষতে পারেনি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কারণ লক্ষ্য করলে বুঝতে পারবেন যে, স্মার্টফোনগুলো দাম কতটা বেশি ।আজকের আপনাদেরকে বলতে চলেছি এমন কিছু স্মার্টফোনের দাম পাঁচ হাজারের নিচে।

Lava Z50-এর দাম ৩৯৯৯ টাকা।

Samsung M01 core (Black, 1GB+16GB)- দাম: ৪,৯৯৯ টাকা (ফ্লিপকার্ট)। বাজেট যদি ৫ হাজার টাকার কম হয়, তাহলে Samsung এর M01 core ভালো অপশন। ফোনটিতে রয়েছে ৫.৩ ইঞ্চি ডিসপ্লে, ১ GB RAM, ১৬ GB স্টোরেজ।

Xiaomi Redmi Go-এর দাম ৪৪৯৯ টাকা। রেডমির ফোন বেশ জনপ্রিয়। Redmi Go ৫ হাজারের কম বাজেটে সেরা অপশন হতে পারে। পাবেন ৫ ইঞ্চি ডিসপ্লে, ১ GB RAM এবং ৮ GB স্টোরেজ। স্টোরেজ কার্ড দিয়ে ১২৮ GB পর্যন্ত বাড়ানো যাবে।

IKALL K260 4G (2GB+16GB)- দাম: ৪,৪৯৯ টাকা (ফ্লিপকার্ট)। আপনি যদি ৫ হাজার টাকারও কম বাজেটে একটি বড় ডিসপ্লের ফোন চান তবে iCal-এর K260 একটি ভাল অপশন হতে পারে।

Nokia 1-এর দাম ৩৯৯৯ টাকা।

Smart Phone under 5000

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার