তাহলে কি ১৫ আগস্টের পর খুলছে স্কুল-কলেজ! কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
নিউদিল্লি: দেশজুড়ে করোনা সংক্রমণ শুরু হতেই পরিস্থিতি মোকাবিলায় ১৬ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। তারপর দফায় দফায় লকডাউন বেড়ে চলায়, শিক্ষা নিয়ে চিন্তায় পড়ে যান, শিক্ষক মহল, অভিভাবক থেকে দেশের ৩৩ কোটি ছাত্রছাত্রীরা।
তবে, বেশ কিছুদিন আগে ৩০ জুনের পর স্কুল কলেজ খোলা হতে পারে জানানো হয়েছিল সরকারের তরফে।
কিন্তু, সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল একটি সাক্ষাৎকারে বলেন, “অগস্টের পরই দেশের সমস্ত স্কুল-কলেজ খোলা হবে।
এ নিয়ে কোনও নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও পোখরিয়াল আরও জানিয়েছেন, সম্ভবত ১৫ অগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে”। তিনি বলেন, “যে সমস্ত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে এবং যা এখন হচ্ছে, সেই সমস্ত পরীক্ষা রেজাল্ট ১৫ অগস্টের মধ্যে প্রকাশের চেষ্টা চলছে।”