নয়াদিল্লি: চন্দ্রগ্রহণ (solar moon eclipse )নিয়ে নানা মুনির নানা মতবাদ রয়েছে। এই বছর অর্থাৎ ২০২১ -র প্রথম চন্দ্রগ্রহণ মে মাসে৷ মে মাসের ২৬ তারিখ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে৷ করোনা কালে এই চন্দ্রগ্রহণের গুরুত্ব অপরিসীম৷
বৈদিক জ্যোতিষে উপচ্ছায়া চন্দ্রগ্রহণে কোনও গুরুত্ব নেই৷ কিন্তু একাধিক জ্যোতিষ বিশেষজ্ঞ তা মানতে নারাজ৷ তারা বলেন চন্দ্রগ্রহণ উপচ্ছায়া এলাকায় পড়লেই তার প্রভাব পড়ে৷ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি এটাকে চন্দ্র মালিন্য বলে৷ উপচ্ছায়া থেকে বেরোনোর পর চাঁদ বাস্তবিক ছায়াতে প্রবেশ করে৷
এমনকি এই গ্রহন নিয়ে বৈদিক জ্যোতিষীরা রীতিমতো তৎপর৷ এটা পূর্ণ চন্দ্রগ্রহণ৷ জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবী সূর্যের পরিক্রমা করে অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে৷এই ভাবে যখন তারা একটি সরলরেখায় আসে তখন চাঁদকে পৃথিবীতে দেখলে অন্যরকম দেখতে লাগে৷ এটাকেই চন্দ্র গ্রহণ বলা হয়৷
এই চন্দ্রগ্রহণের (solar moon eclipse )জ্যোতির্বিজ্ঞানীদের কাছে যেরকম গুরুত্ব ঠিক তেমনিই জ্যোতিষদের মধ্যেও এর গুরুত্ব অপরিসীম৷ এই পরিস্থিতি খুবই খারাপ বলে মানেন জ্যোতিষরা৷