মুম্বাই: করোনার গ্রাসে পরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যেও দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর এবং তার স্বামী আহুজার। সেখানে নিজের বাড়িতে শরীর চর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোষ্ট করেন তিনি। তারপরই এই ভিডিওর প্রেক্ষিতে তাকে কটাক্ষর শব্দ ছোড়েন এক ব্যক্তি।
প্রবল মহামারীর মধ্যেও কোয়ারেন্টাইনে থাকার নিয়ম ভেঙেছে সোনাম কাপুর। এই সময়ও বাইরে বেরিয়ে অন্যদের জীবন সংকটে ফেলেছে সোনাম, এই বলে দাবি করেন ওই ব্যক্তি। একই সাথে মৌনি রায়কেও কটাক্ষ করেন তিনি।
এই দুই তারকা নিজের নিজের বাড়ি থেকে বেরিয়েছেন কেন এই নিয়ে প্রশ্ন ছোড়েন তিনি। দেখতে দেখতে টুইটারে ভাইরাল হয়ে পরে তার এই পোষ্ট।
এই ঘটনার প্রেক্ষিতে মুখ খোলেন সোনাম কাপুর। তিনি বলেন লন্ডনের বাড়িতে সম্পূর্ণ আটক অবস্থাতেই আছেন, বাড়ির পিছনের বাগান থেকেই তিনি এই ভিডিও করেছেন এবং কোয়ারেন্টাইনের কোনো নিয়ম লঙ্ঘন করেননি বলে দাবি করেন অনিল কন্যা।
তিনি আরও বলেন,আলটপকা কথা বলার জন্য কিছু কিছু মানুষের কাছে অঢেল সময় রয়েছে, এসব মানুষকে পাত্তা দেওয়া উচিত নয় বলে জানান তিনি।