অন্ধ্রপ্রদেশ: বাবার তিরূপতিতে চায়ের দোকান। দীর্ঘ লকডাউনে বন্ধ সেটি। উপার্জনের উপায় না খুঁজে পেয়ে পরিবার সমেত ফিরে আসেন অন্ধ্রপ্রদেশের গ্রামের বাড়িতে। সেখানে এসে শুরু করেন চাষবাস। চাষের জন্য প্রয়োজন জমিতে লাঙল টানার। তবে নেই ষাঁড়। বাধ্য হয়ে বাবার চাষের কাজে এগিয়ে এল দুই কিশোরী মেয়ে। তারাই টানছে লাঙল।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। পৌঁছে যায় পরিযায়ী শ্রমিকদের আর এক ভগবান সোনু সুদের কাছে। ব্যাস! ফের ত্রাতার ভূমিকায়। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। পাঠিয়ে দিলেন ট্রাক্টর।
সোনুর কথায়, “আমাদের দেশের গর্ব কৃষকেরা। ওঁদের রক্ষা করুন। আপনি মেয়েদের পড়াশোনা করতে পাঠান। আপনার খেতে চাষ করার ব্যবস্থা আমি করছি। সন্ধের মধ্যেই আপনার ক্ষেতে ট্রাক্টর চলে আসবে।”
কথার অন্যথা হয়নি। সন্ধের মধ্যেই নীল রঙের একটি বড় ট্রাক্টর পৌঁছে যায় নাগেশ্বরের বাড়ি। তাঁর যেন এখনও ঘোর কাটছে না গোটা ঘটনায়।