IT Raid
লড়াই ২৪ ডেস্ক: সোনু সুদের বিরুদ্ধে আয়কর। অভিযোগ, ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে অভিনেতা। সম্প্রতি তার বাড়িতে টানা তিনদিন ধরে আয়কর তল্লাশি চলার পর আজ অবশেষে এই বয়ান দিলো আধিকারিকরা।
আয়কর বিভাগ তরফে জানানো হয়েছে, অভিনেতা ও তার সহযোগীদের বাড়ি তল্লাশি করে কর ফাঁকি দেওয়ার প্রমাণমূলক তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মিলেছে বেশ কিছু ভুয়ো নথি, ভুয়ো বাসস্থানের এন্ট্রি ইত্যাদি।
Read more……………….আলু খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে ৭৮ জন ছাত্রছাত্রী
জানা গিয়েছে, লখনউয়ের এক রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে হওয়া প্রপার্টি ডিল নিয়েই তদন্ত শুরু করেছে আয়কর দফতর। অফিস, বাড়ি মিলিয়ে মোট ছটি স্থানে তল্লাশি চালানো হয় বলেই খবর।
কিছুদিন আগেই সোনু সুদ দিল্লির আম আদমি পার্টির “দেশ কা মেন্টর” প্রজেক্টের মুখ হিসেবে নিযুক্ত হয়েছে। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন, রাজনীতি করতে তিনি আসেননি তার উদ্দেশ্য সামাজিক কাজ কর্ম। তবে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই আম আদমি পার্টিতে অভিনেতার যোগদান নিয়ে জোর চর্চা চলছিল। তবে সোনু সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এখনও অবধি রাজনীতিতে আসার কথা ভাবছি না’।