BIG BREAKING: ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হলেন হাসপাতালে
কলকাতা: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি দিন কুড়ি আগেও একবার ঘটেছিল ছন্দপতন। হৃদরোগের সমস্যা নিয়ে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাদা। তারপর ভগবানের আশীর্বাদে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন অধিনায়ক। স্বাভাবিক জীবনে দাদাকে ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাঁর অগণিত ভক্তরা।
বেশ কিছুদিন আগেও দাদার ভিডিও কনফারেন্স অ্যাপের বিজ্ঞাপন অবাক করেছিল সকলকে। আর সেটা দেখেই সকলেই ভেবেছিলেন দাদা ধীরে ধীরে সুস্থ, স্বাভাবিক ভাবে নিজের জগতে ফিরছে। তবে, আজ আবারও ঘটল ছন্দপতন। অসুস্থতাজনিত কারণে ফের সৌরভকে ভর্তি করা হল অ্যাপোলো হাসপাতালে।
তবে, কি কারণে আবারও “মহারাজা” অসুস্থ হয়ে পড়লেন তাঁর কারণ জানতে গিয়ে জানা যায় যে, গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়নি। আর সেই কারণেই সকাল থেকে কিছুটা অস্বস্তিতে ছিলেন সৌরভ। আর তাই ডাক্তারদের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দিন ২০ আগে অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছিল সৌরভের। আর তাই সামান্য অস্বস্তিতেও ডাক্তাররা পরীক্ষা করিয়ে নেওয়ার কথা বলেন বলে জানান বৈশালী ডালমিয়া। তবে, আপাতত সকলের প্রিয় “মহারাজা” সুস্থই আছেন।
সৌরভ গাঙ্গুলি। তাঁর এই নামটাই যেন তাঁর ব্যাপারে গোটা পরিচয় দিয়ে দেয়। তিনি হলেন একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি বিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন। সকলে তাঁকে ভালোবেসে দাদা বলেই ডাকে। একসময় ভারতীয় ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। মাস খানেক আগেই শেষ হয়েছে আইপিএল এর ফাইনাল। আর সেখানেও সৌরভ গাঙ্গুলি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।