কলকাতা: আজ ৮ জুলাই। ৪৮ বছর বয়স হল ভারতীয় তথা বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলির। আজ তার জন্য দিন একের পর এক শুভেচ্ছা বার্তা উঠে আসছে । সোশাল মিডিয়ায় ভাসছে শুভেচ্ছা বার্তায়। চারিদিকে শুধু সৌরভময় ।
তিনি যে বাঙালির গর্ব ভারতবাসীর গর্ব । ভারতীয় ক্রিকেট যখন অন্ধকারময় সচিন ছেড়ে দিয়েছে ক্যাপ্টেন্সি । গড়াপেটার দায়ে অভিযুক্ত যখন আজহার উদ্দিন। তখন তার কাঁধে ভারতীয় ক্রিকেটকে বয়ে নিয়ে যাওয়ার দায়েত্ব দেওয়া হয় । তিনি ভারতীয় ক্রিকেটকে আলোর পথে নিয়ে এসেছেন। দেখিয়ে দিয়েছেন কিভাবে বিদেশিদের চোখে চোখ রেখে বিদেশের মাঠে টেস্ট ম্যাচ জিততে হয় । বাঙালির মনে আছে সেই নাটওয়েস্ট ট্রফি জেতার পর তার জামা ওড়ানো, তাইতো তিনি প্রিন্স অফ ক্যালকাটা।
তার জন্মদিনেই নতুন করে আবার শুরু হচ্ছে ক্রিকেট। করোনা পরিস্থিতির মধ্যে ভীতি কাটিয়ে আবার ১১৬ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হচ্ছে । ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।