বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ শোভন-বৈশাখীর
কলকাতা: বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে অভিনেত্রী পায়েল সরকারকে। সূত্রের খবর, যার জেরে যারপরনাই ক্ষুব্ধ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।
এমনকি জানা যাচ্ছে দলীয় নেতৃত্বকে এ নিয়ে চিঠিও দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে সব ধরণের সমস্ত সম্পর্ক তারা ত্যাগ করতে চলেছে বলে খবর।
উল্লেখ্য, অনেকেরই ধারণা ছিল হয়তো বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেতে চলেছেন শোভন। কিন্তু সেই জায়গায় টিকিট পেয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। এরপরেই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চেয়ে চিঠি শোভনের।