Sreelekha Mitra bra
Sreelekha Mitra বরাবরই পোশাকের ব্যাপারে স্বাধীনচেতা। এবার নেটমাধ্যম সরগরম তাঁর অর্ডার করা ব্রা নিয়ে। ‘হৃত্তিকের ব্রা’ টাইট হচ্ছে অভিনেত্রীর। ব্যাপারটা ঠিক কী?
সোমবার শ্রীলেখা মিত্রের একটি পোস্ট ঘিরেই যাবতীয় ঘটনা। এদিন শ্রীলেখা একটি ফেসবুক পোস্টে একটি মেসেজের স্ক্রিনশট পোস্ট করেন। সেই মেসেজটি আসলে Myntra – র তরফে প্রোডাক্ট রিটার্ন অ্যাকসেপ্ট করার মেসেজ। মেসেজটি দেখেই বোঝা যাচ্ছে, নতুন কেনা ব্রা রিটার্ন করছেন শ্রীলেখা।
কিন্তু টুইস্ট ওই মেসেজেই। ওই ব্রা’টি বিক্রি করা হয়েছে হৃত্তিক রোশনের সংস্থা HRX – র তরফে। ফলে Myntra – র তরফে শ্রীলেখা মিত্রের কাছে মেসেজ আসে “হৃত্তিক রোশনের HRX ব্রা-এর জন্য আপনার রিটার্ন রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে। এটি 26 সেপ্টেম্বরের আগেই সংগ্রহ করা হবে। ” শ্রীলেখা মিত্র আবার ব্যাপারটিকে আরও মজাদার করে তুলতে ক্যাপশন লেখেন, “দু:খিত হৃত্তিক তোমার ব্রা আমার খুবই টাইট হচ্ছিল। ”
পোস্টটি করার সঙ্গে সঙ্গে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই সেটি 260 বারেরও বেশি শেয়ার হয়েছে।
Sreelekha Mitra return hrithik roshan hrx bra check details news

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন
