পটনা: নায়কের অপমৃত্যু তাঁর ফ্যান থেকে শুরু করে পরিবারের কেউই মানতে পারছে না। মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল হয়ে গিয়েছিল তাঁর পরিবার। জানা যাচ্ছে দেওরের মৃত্যুতে শোকে মৃত্যু হয়েছে সুশান্তের বৌদি সুধাদেবীর।
এই সুধাদেবী ছিলেন সম্পর্কে অভিনেতার এক তুতো দাদার স্ত্রী। জানা যাচ্ছে, সোমবার রাতে মুম্বইয়ে যখন অভিনেতার শেষকৃত্য চলছে তখন বিহারের বাড়িতে হঠাত্ অসুস্থ হয়ে মারা যান সুধাদেবী। শোকের ধাক্কাতেই তাঁর মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পুলিশ বলছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৪ বছর বয়েসী এই অভিনেতার মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া (asphyxia) ঘটায়।
জানা গিয়েছে, রবিবার ঘটনার আগে মুম্বইয়ের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছিলেন সুশান্ত। সকালে তাঁর পরিচারিকা দরজা না খুলতে পারায় লোকজনকে ডাকেন। পরে মেকানিক ডেকে আনা হয়। দরজা খুলে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।