স্কুল বন্ধ তবু দিতে হবে বেতন, ক্ষোভে গর্জে উঠছেন কলকাতার নানা স্কুলে অভিভাবকরা

Loading

সল্টলেকঃ এবার ফি নিয়ে বিক্ষোভ দেখা গেল আরেক নামজাদা স্কুলে। সল্টলেক সেক্টর ফাইভ এর শিক্ষা নিকেতন স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ এবার।  অভিভাবকদের দাবি অনলাইনে ক্লাসের দরুন তারা শুধু টিউশন ফি ছাড়া আর অন্য কোন ফি দেবেন না।

অভিভাবকদের অভিযোগ করোনা পরিস্থিতিতে লকডাউনে স্কুল বন্ধ থাকার সত্বেও সম্পূর্ণ ফ্রি চাইছে স্কুলগুলি। এবং তাদের বক্তব্য স্কুল বন্ধ থাকার কারণে সমস্ত রকম পরিষেবা বন্ধ তাই তারা ফি দিতে নারাজ অনলাইনে ক্লাস হওয়ার ফলে তারা শুধুমাত্র টিউশন ফি দেবে। এই কারণে শুক্রবার স্কুলের সামনে দেখানো হয় বিক্ষোভ। যদিও স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোন কথা বলছেন না।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

যদিও এই পরিস্থিতিতে ফি বৃদ্ধি এবং একাধিক অভিযোগ নিয়ে কলকাতার নানা স্কুলে উঠছে অভিভাবকদের প্রতিবাদের ঝড়

Author

Share Please

Make your comment

%d bloggers like this: