বেসরকারি বাসে ভাড়া না বাড়িয়ে দেওয়া হবে ভর্তুকি: মুখ্যমন্ত্রী
নবান্ন: রাজ্যে লকডাউন শিথিল হতেই রাস্তায় সরকারি ও বেসরকারি বাস নামানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সাথে জারি করেছিলেন একাধিক নির্দেশিকাও। যার ফলে লোকসানের মুখে পড়ে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে একাধিকবার সরব হয়েছেন বেসরকারি বাস মালিকেরা।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, ভাড়া বাড়ানোর সেই দাবি পুরোপুরি উড়িয়ে দেয়। বদলে বাস মালিকদের বাস পিছু ১৫ হাজার টাকা করে ভর্তুকি ঘোষণা করেন। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বাসের চালক ও কন্ডাক্টরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও ঘোষণা করেন।
ফলে এবার হয়ত রাস্তায় নামতে পারে বেসরকারি বাস। যার ফলে সম্ভব হতে পারে সরকারি নির্দেশিকা অর্থ্যাৎ সামাজিক দূরত্ব বাজিয়ে যাত্রী তোলা।
উল্লেখ্য, এতদিন রাজ্যে ৬০০০ বাসের জায়গায় ২৫০০ বাস রাস্তায় নেমেছিল। যার ফেল শিকেয় উঠেছিল সামাজিক দূরত্ব। এমনকি কোথাও কোথাও মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছিল। তবে রাজ্য সরকারের এমন সিধান্তে সমস্যায় হাল ফিরতে পারে সাধারণের।