Rashtrapati Award
লড়াই ২৪ ডেস্ক: হাওড়া জেলার সম্মান মুকুটে আরও একটি পালক সংযুক্ত হল। সংস্কৃতের ন্যায় দর্শন ও পুঁথি বিদ্যা বিষয়ে গবেষণার অসাধারণ কৃতিত্বের জন্য এবছরের রাষ্ট্রপতি পুরষ্কার ( প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দ্য সার্টিফিকেট অব অনার) এর জন্য মনোনীত হলেন হাওড়ার বাসিন্দা অধ্যাপক সুবুদ্ধি চরণ গোস্বামী। তাঁর কন্যা অধ্যাপিকা বিশাখা গোস্বামী বলেন,” সুবুদ্ধি বাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন অব আর্টস ছিলেন।ওই বিশ্ববিদ্যালয়েরই সংস্কৃত বিভাগের ও প্রধান ছিলেন “। আরো ও জানা যায়, সুবুদ্ধি বাবু বহু পুস্তক প্রণেতা ও গ্ৰন্থের লেখক। আজীবন সাদামাটা জীবনযাপনই তাঁর আদর্শ ছিল।
আরও পড়ুন……………..দুয়ারে রেশন প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রাজ্য সরকার, ডিলারদের দেওয়া হবে ১ লক্ষ টাকা
নিরহঙ্কারী জ্ঞানী মানুষটি জেনে যেতে পারলেন না দেশের দেওয়া এই সম্মাননা জ্ঞাপনের কথা। গত ১৩ ই জুলাই সুবুদ্ধি বাবু পরলোক গমন করেন।তাই তাঁর পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা এই সম্মান গ্ৰহন করবেন।
Rashtrapati Award