Successful Mars Mission
নিউইয়র্ক: প্রানের খোঁজে মঙ্গল গ্রহে নাসার অভিযান। দীর্ঘ সাত মাস পর বৃহস্পতিবার রাতে মঙ্গল গ্রহে সফল অবতরণ করে রোভার ‘পারসিভিয়ারান্স’। আপাতত এর কাজ মঙ্গলে প্রাণের খোঁজ করা।এছাড়াও এই ল্যান্ডার মঙ্গলের মাটিতে ওড়াবে ড্রোনও।
স্বাতী মোহন, অনুভব দত্ত, সৌম্য দত্ত, জে বব বলরাম- এই চার ভারতীয় বংশোদ্ভূত এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে যুক্ত। এদের মমধ্যে দু’জন বাঙালি। অনুভব দত্ত পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছেলে,এবং সৌম্য দত্ত বর্ধমানের ছেলে। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানী মঙ্গলে প্রাণ খোঁজার স্বপ্ন দেখেছেন, তাঁদের সেই স্বপ্নকে দিশা দেখাচ্ছে বাঙালিরা।
মঙ্গলে এত বড় মহাকাশ যান এর আগে কখনও যায়নি।নাসাই প্রথম। লালগ্রহ ঘুরে রোভার যদি প্রাণের খোঁজ পায়, তাহলে ইতিহাসের এক নয়া অধ্যায় তৈরি হবে। আর সেই ইতিহাসের সঙ্গে এক সারিতে উচ্চারিত হবে দুই বাঙালি-সহ চার ভারতীয় বংশোদ্ভূতের নাম।
সাত মাস আগেই উড়ান দিয়েছিল তাদের মহাকাশ যান । বৃহস্পতিবার রাতে সে মঙ্গলের মাটিতে অবতরণ করল। এই অপারেশনের প্রধান স্বাতী মোহন জানান, ভারতীয় সময় ৩টে ৫৫ মিনিটে এই সফল অবতরণ হয়। ইতিমধ্যেই মঙ্গল থেকে সাদা কালো ছবি পৃথিবীতে এসে পৌঁছেছে।
Successful Mars Mission