শীতের মাঝেই হঠাৎ বৃষ্টি , ফের নামবে পারদ
লড়াই ২৪: শীতের মধ্যেই আচমকা বৃষ্টি। ভোর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। নিউটাউনে শিলাবৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশের মুখভার। কোথাও হাল্কা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে। আজ দুপুর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।
এদিকে, একধাক্কায় কলকাতায় খানিকটা চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাতের পর থেকে ফের নামতে পারে পারদ। আগামীকাল থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফের মালুম হবে জাঁকিয়ে শীতের আমেজ।
এদিন কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ফেব্রুয়ারির শুরুতেই কনকনে শীতের আমেজ উপভোগ করেছে কলকাতা। বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছিলেন, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।