আত্মহত্যা নাকি খুন, মৃতের রহস্য উদ্ধারের কিনারায় তদন্তে পুলিশ
চাঁচল: বাড়ির পিছন থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে। মঙ্গলবার বিকেলে চাঁচলের বারোগাছিয়া এলাকায় বাড়ির পেছনে মৃতদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নাম গৌতম সাহা। (৪০) বাড়ি চাঁচলের বারোগাছিয়া এলাকায়। পেশাই তিনি গাড়ির পার্স বিক্রেতা। প্রায় চার মাস আগে বিয়ে করেন তিনি।
গত সোমবার দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলে গতকাল তার বাড়ির পিছনের জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও পরিবারের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেন ঐ ব্যক্তি।
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।
মৃতের দাদা সুকুমার সাহা জানান, সোমবার দিন বাড়ি থেকে বলে বেরিয়েছিল ঘুরতে যাচ্ছি তারপর থেকে আর কোনো খোঁজখবর নেই। আমরা খোঁজাখুঁজি শুরু করলে গতকাল মঙ্গলবার বাড়ির জঙ্গলে দেহ দেখতে পাই। কি কারণে আত্মহত্যা করল তা আমরা বুঝতে পারছি না