বাঘের ডেরার পাশেই সুন্দরবনে রাত্রিযাপন, তৈরি হচ্ছে ‘হোম স্টে’ পরিষেবা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

sundarban home stay

দক্ষিণ ২৪ পরগণা: ব্যাপারটা অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে তুমুল আকর্ষণীয় হওয়া যে সময়ের অপেক্ষা, একথা বলে দিতে কোনও মন্ত্র লাগে না। বাঘের ডেরার পাশে নিশিযাপন। রহস্য রোমাঞ্চের একেবারে ক্রাঞ্চি বাইট।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ঝড়খালি বাফার জোন, সুন্দরবনে পর্যটকদের থাকার বন্দোবস্ত করছে সুন্দরবনবাসী। তাঁদের পাশে রয়েছে রাজ্য সরকার। ব্যাপারটা কী? এক কথায় বললে বলতে হয় ঝড়খালির বাফার জোনে ‘হোম স্টে’ পরিষেবা চালু করছে পর্যটন দপ্তর।

মোট ৬০ টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে। এই হোম স্টে চালু করার ক্ষেত্রে বাড়ির মালিককে বাড়িকে উন্নত করতে দেড় লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। সেই কিস্তির টাকা পেয়ে কেমন কী কাজ হল, তা দেখে দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকা দেবে সরকার।

Tiger Sightings in Sunderbans Go Up as Tourists Stay Home Due to Lockdown

বিশেষ ব্যাপার হল, সম্ভবত ভাড়া নির্ধারণের বিষয়ে নাক গলাবে না সরকার। যাঁর বাড়ি, তিনিই ঠিক করবেন ভাড়া। অর্থাৎ পরিষেবা থেকে শুরু করে থাকা-খাওয়ার খরচের বিষয়টি বাড়ির মালিকের উপরই ছেড়ে পর্যটন দপ্তর।

sundarban home stay

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment