শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন, জানালো বন দফতর

Loading

 

লড়াই ২৪ ডেস্ক: শুক্রবার থেকে খুলে যাবে সুন্দরবন। ফের আনাগোনা করতে পারবে পর্যটকরা। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর। তাঁরা জানিয়েছে, পয়লা অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে সুন্দরবন ভ্রমনের জন্য টিকিট বুকিং করা যাবে। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী পর্যটকদের সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলতে হবে।

এই সিধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা। কারণ এতদিন সুন্দরবন ভ্রমণ বন্ধ থাকায় বেশ মার খাচ্ছিল পর্যটন ব্যবসা। তাছাড়াও, ক্ষতিগ্রস্থ হচ্ছিল সুন্দরবনের স্থানীয় ব্যবসাগুলিও। এবার পুজোর ঠিক আগেই সুন্দরবন ফের খোলার নির্দেশে অনেকটা জীবন ফিরে পেয়েছে এই ব্যবসায়ীরা। তবে সরকারি নির্দেশ অনুযায়ী মেনে চলতে হবে সমস্ত বিধিনিষেধ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

Read more………………কবে জমা পড়বে “লক্ষ্মী ভান্ডার”-এর টাকা? জেনে নিন!

গত বছর করোনা সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহে বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন। ১৫ই জুন পর্যটন খুললেও করোনার জেরে এক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় । এরপরে গত বছর ২৩ সেপ্টেম্বর জঙ্গলে যাওয়ার অনুমতি পান পর্যটকেরা। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ এসে পড়ায় এই বছর এপ্রিলে ফের বন্ধ হয়ে যায় সুন্দরবন। সেই টানা পাঁচ মাস পর্যটকদের জন্য বন্ধ ছিল সুন্দরবন।

বন দফতরের নির্দেশিকায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধের কথা জানানো হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি যাতে বজায় থাকে, সে ভাবেই ট্যুর করতে হবে বলে জানানো হয়েছে। জীবাণুনাশ-সহ বাকি সুরক্ষাবিধিও মেনে চলতে বলা হয়েছে। তবে পর্যটকদের টিকার দুটি ডোজ বাধ্যতামূলক কি না, সেই বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Author

Share Please

Make your comment