ওড়িশা: পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। মূলত করোনার কারণেই এই রথযাত্রা বন্ধ রাখার কথা জানায় দেশের শীর্ষ আদালত।
বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, এবছর পুরীর রথযাত্রার অনুমতি দিলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।
শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, “ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।” প্রধান বিচারপতি বলেন, “এই মহামারীর আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।”
২৩ জুন হওয়ার কথা ছিল রথযাত্রার। তার আগে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে এই নিষেধাজ্ঞা জারি করা হল।