surgical strike on pakistan: ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক, উদ্ধার করা হল বন্দি সেনাদের

এই স্ট্রাইকে বেশ কয়েকজন পাক জঙ্গিকে খতম করেছে ইরানি বাহিনী। এমনকি পাকিস্তানের বেশ কয়েকজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এখবরের সত্যতা যাচাই করা যায়নি।

surgical strike on pakistan

ইসলামাবাদ: পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক। তবে এবার ভারত না, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করল ইরান। মঙ্গলবার গভীর রাতে ইরান পাকিস্তানে এই স্ট্রাইক চালায়।

আরও খবর  – সফলতার সঙ্গে চলছে ড্রাগন ফলের চাষ, লাভ দেখছেন চাষিরা

ইরান কর্তৃপক্ষের দাবি, এই স্ট্রাইকে বেশ কয়েকজন পাক জঙ্গিকে খতম করেছে ইরানি বাহিনী। এমনকি পাকিস্তানের বেশ কয়েকজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এখবরের সত্যতা যাচাই করা যায়নি।

বছর দুয়েক আগে পাকিস্তানের জঈশ-অল-অদ্ল নামের এক জঙ্গি সংগঠন ইরানের দুই সেনাকে বন্দি করেছিল, সেই দুই সেনাকে ছাড়াতেই এই স্ট্রাইক করে ইরানি বাহিনী। তাতেই কুপোকাত পাকিস্তান।

surgical strike on pakistan

শেয়ার করে ভারতীয় হওয়ার গর্ব করুন

আপনার মতামত জানান