অবাক কান্ড, আশুতোষ কলেজের ভর্তির লিস্টে প্রথমেই নাম সানি লিওনের
কলকাতা:গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আশুতোষ কলেজের প্রথম লিস্ট বেরিয়েছে। আর তাতেই ইংরাজি অনার্সের লিস্ট দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়েছে ছাত্র ছাত্রীদের থেকে অভিভাবকদের। লিস্টের এক নম্বরে নাম উঠেছে সানি লিওনির।
তিনি সমস্ত বিষয়েই ১০০ নম্বর করে পেয়েছেন বলে উল্লেখ করা লিস্টে। এই নাম দেখেই শোরগোল পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। এরপরই পদক্ষেপ নেন কলেজ কর্তৃপক্ষ। নাম সরিয়ে নেওয়া হয় সানি লিওনির।
কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে, কেউ বদমায়েশি করে এই নামে ফর্ম ফিলআপ করেছে। গত বছর থেকেই রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হচ্ছে। আর এবছর করোনা ভাইরাসের কারণে তা আরও কড়াকড়ি।
রাজ্য সরকার জানিয়েছেন, একেবারে ক্লাস শুরু হলে কলেজে যাবেন ছাত্রছাত্রীরা। এছাড়া, অনেকের মতে ভুয়ো ফর্ম ফিলআপের কারণেই পর্ন স্টারের নাম উঠে গিয়েছে ইংরাজি অনার্সের মেধা তালিকায়।
কলেজ কর্তৃপক্ষ আরও বলেন যে, টেকনিক্যাল ত্রুটির জন্যই মার্কশিট ও ফর্ম ঠিক মতো দেখা হয়নি।
এবছর উচ্চমাধ্যমিকে যাঁরা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাঁরা কেউই ৫০০-তে ৫০০ পাননি। কিন্তু এই লিস্টে দেখা গিয়েছে যে, এই মডেল তথা অভিনেত্রী সব বিষয়ে পুরো নম্বর পেয়েছেন। আর সেটা দেখেই সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে, কেউ এটা ইচ্ছে করে করেছে।
কিন্তু প্রথমে সানি লিওনির নাম দেখে অনেকেই ঘাবড়ে যান। পরে পুরো বিষয়টি স্পষ্ট হতে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে যায় পড়ুয়াদের মধ্যে।