পাটনা: গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। সম্প্রতি তার বাবা কেকে সিং ছেলের মৃত্যু প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, “সুশান্ত চাঁদে নিজের নামে জমি কিনেছিল। ৫৫ লক্ষ টাকার টেলিস্কোপ দিয়ে সেটির দেখাশোনা করতো। শুধু তাই নয়, ভারতের ছেলেমেয়েরা কীভাবে নাসায় পৌঁছাতে পারে সেই বিষয়েও চেষ্টা করছিল সে।”
এছাড়াও সবারই জানা মেধাবী ছাত্র সুশান্তের রঙিন পর্দার বাইরেও নানান ধরণের বিষয় নিয়ে চর্চার শেষ ছিল না। কখন তাকে দেখা যাবে ইন্ডিয়ান আর্মির পোশাকে , তো কখনো দেখা গেছে নানান বিষয় নিয়ে গবেষনায়।
এর এদিন সুশান্তের বাবা কে কে সিং বলেন, সুশান্ত সামাজিক কাজেও নিজেকে জড়িয়ে রাখতেন। সমাজ সেবার জন্য তিনি একাধিক রাজজকেও কয়েক কোটি টাকা করে আর্থিক সহায়তা করেছেন।