সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্ত করবে সিবিআই: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, জানাল সুপ্রিম কোর্ট। এখন পর্যন্ত সংগৃহীত সমস্ত প্রমাণ তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে মুম্বাই পুলিশকে।
১৪ ই জুন তাঁর মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। এরপর থেকেই রহস্য মৃত্যু ঘিরে উঠেছিল একের পর এক অভিযোগ।
এক মাসেরও বেশি পরে, সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং বিহারে সুশান্ত সিং এর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও মানসিকভাবে হয়রানির অভিযোগ আনেন।
রাজনৈতিক নেতা সহ বলিউডের অনেক তারকারাও এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন, অবশেষে তাতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট।