জীবনের কঠিন বলের সামনে আত্মহত্যা সেলুলয়েডের ধোনির
মুম্বাই: মুম্বাইয়ের নিজের বাড়িরই ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বলিউডের স্টার সুশান্ত সিং রাজপুত। জানা যাচ্ছে, মানসিক অবসাদের কারণেই , তিনি আত্মহত্যা করলেন।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারোর সাথে তেমন কিছু বলতেন না বলে খবর। বেশ কিছুদিন আগে তার ম্যানেজারের আত্মহত্যার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে ঠিক কি কারনে এই আত্মহত্যা , তা এখনও স্পষ্ট নয়।
বাড়ির পরিচারিকায় প্রথম খবর দেন পুলিশে।ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তাঁর জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি।
মহেন্দ্র সিং ধোনি দ্য আন টোলড স্টোরিতে তাঁর অভিনয় দর্শক কোনোদিন তাঁকে ভুলবে না।