প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে চাঁদে জমি কিনেছিলেন সুশান্ত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে চাঁদে জমি কিনেছিলেন সুশান্ত

মুম্বাই: আরও অনেক কিছুর সাথে মহাকাশ নিয়েও ব্যাপক আগ্রহ ছিল সুশান্তের। পৃথিবীর বাইরে ব্রহ্মাণ্ডে কি ঘটছে, তা নিয়েও তার চর্চা ছিল ব্যাপক। সেই আগ্রহ থেকে প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন সুশান্ত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এমনকি সেটা দেখাশোনা করার জন্য অত্যাধুনিক বাইনোকুলার যন্ত্রও কিনেছিলেন। শুনতে আজগুবি মনে হলেও এটাই সত্যি। ২০১৮ সালে ইন্টারন্যাশনাল লোনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে ক্রয় করেন তিনি।

এর পাশাপাশি উড়ানেও ছিল তার ব্যাপক শক। তাই তো বোয়িং ৭৩৭ ফিক্সড বেস ফ্লাইটি তিনি কিনে নেন এবং এটি চালানোর লাইসেন্স হস্তগত করেন। এই এরোপ্লেন নিজ হাতে উড়িয়ে সেই বহুদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন অভিনেতা।

তবে, নিছকই সখের বসে তিনি চাঁদে জমি কিনেছিলেন, এমনটা নাও হতে পারে। কারণ মহাকাশ সন্মন্ধে তার যা আগ্রহ ছিল, তা থেকে বলা যায়, হয়ত ভবিষ্যতে পৃথিবীর অক্ষের চারপাশে ঘুরে চলা এই উপগ্রহ নিয়ে , তাঁর কোনো রিসার্চেরও ইচ্ছে ছিল , এই মেধাবী ছাত্রের।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment