শোকের ছায়া বলিউডে, মৃত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা
মুম্বই: ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত এবং বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। রিপোর্টে প্রকাশ, মুম্বাই-এর মালাডের এক বহুতলের ১৪ তলা থেকে ঝাঁপ দেন দিশা। প্রেমিক রোহন রাই এবং বন্ধুদের সঙ্গে ডিনার করছিলেন।
তারপর বড়ো কাচের জানলার কাছে যান দিশা। কিছু বুঝে ওঠার আগেই আচমকা সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা করলেন সেলিব্রিটি ম্যানেজার, তা নিয়ে ধন্দে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।
তবে লকডাউনের সময় থেকে খুব চিন্তায় ছিল দিশা। মাঝে মধ্যেই অন্য রকমের ব্যবহার করতেন তিনি। কী কারণে তাঁর ব্যবহারে আচমকা পরিবর্তন আসে, তা নিয়েও পুলিশ খোঁজ শুরু করেছে।