সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ডিলিট করলেন সুশান্তের দিদি, জানালেন কারণ
মুম্বই: গত জুন মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তোলপাড় হয় গোটা দেশ। স্বাভাবিক মানুষ থেকে শুরু করে পরিবারের লোকেরাও মৃত্যুটাকে সাধারণ হিসেবে মেনে নিতে পারে না।
অভিনেতার পরিবারের লোকেদের মধ্যে ন্যায় বিচারের দাবীতে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন দিদি শ্বেতা সিং কীর্তি। বলিউড এই অভিনেতার মৃত্যুর ৪ মাসের মাথায় গত বুধবার হঠাৎই নিজের টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডিলিট’ করে দেন সুশান্তের দিদি শ্বেতা সিং কী’র্তি। এরপর অনেকেই শ্বেতা কেন অ্যাকাউন্ট ডিলিট করলেন তা নিয়ে প্র’শ্ন তুলতে থাকেন।
শ্বেতা সিং কীর্তি অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন। কেন তিনি টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডিলিট’ করেছিলেন, সেকথাও জানিয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় ফিরে এসে সুশান্তের দিদি বলেন, “দুঃ’খিত, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে একাধিক জায়গা থেকে লগইন করার চেষ্টা হচ্ছিল, তাই তাদের নিষ্ক্রিয় করতে হয়েছিল।”
উল্লেখ্য বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, ন্যায়বিচারের দাবিতে অভিনেতার পরিবারে সবথেকে বেশি যিনি সরব হয়েছিলেন তিনি।
অভিনেতার অন্যান্য দিদিদের মধ্যে তাঁকেই সবথেকে বেশি ভাইকে নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল। প্রতিদিনই শ্বেতা সিং কী’র্তিকে সোশ্যালে কোনও না কোনও পোস্ট দিতে দেখা যায়। শ্বেতার কাছে সুশান্তের জন্য ন্যায়বিচারের পক্ষে লড়াই করার অন্যতম শক্তি হয়ে উঠেছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।