ফের ড্রোনের হদিশ জম্মুতে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Jammu and Kashmir

লড়াই ২৪ ডেস্ক: এবার সাম্বা সেক্টরে ধরা পড়ল সন্দেহজনক ড্রোন। পাক সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোনের গতিবিধি ধরা পড়ায় আরও সতর্ক সেনাবাহিনী

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সংবাদসংস্থা এনআইএ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার তিন জায়গায় ড্রোন দেখা যায়। এক বিবৃতি মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, সাম্বা সেক্টরে পাক সীমান্তের কাছে বেশ কয়েকটি উড়ন্ত আলোর রেখা দেখা যায়। সন্দেহভাজন বস্তুগুলিকে দেখে জওয়ানরা সেটিকে লক্ষ্য করেই গুলি চালান। এরপরই অদৃশ্য হয়ে যায় বস্তুগুলো। সীমান্তরক্ষীদের সন্দেহ সীমান্তের ওপার থেকেই এসেছিল যানগুলি। বলে রাখা ভালো, গত মাসে জম্মু এয়ারফোর্স  স্টেশনে ড্রোনের হামলার পর থেকেই সতর্ক ভারতীয় ফৌজ। এছাড়াও এই ঘটনার পর থেকেই জম্মু-কাশ্মীর এলাকায় বেড়ে চলেছে ড্রোন নজরদারির ঘটনা। এই নিয়ে জম্মু ভারতীয় সেনা ঘাঁটিতে বেশ কয়েকবার দেখা গেছে ড্রোনের আগমন। চলতি মাসের কয়েকদিন আগেই সেনা সর্বধিনায়ক বিপিন রাওয়াতের সফরেই সীমান্তে দেখা যায় ড্রোন আতঙ্ক। সেনার দাবি, এই ঘটনায় নেপথ্যে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র।

উল্লেখ্য, জম্মু-কাশ্মির ডিজিপি দিলবাগ সিং মনে করেন, ড্রোন হামলার নেপথ্যে হাত রয়েছে পাকিস্তানের। তাঁর মতে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ‘নন স্টেট অ্যাক্টর’ অর্থাৎ জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে পাক  অর্ডন্যান্স ফ্যাক্টরি। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে জাল নোট, অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক পাঠানো হচ্ছে এই ড্রোন মাধ্যমে।

Jammu and Kashmir

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment