Suspected Drone at Jammu
লড়াই ২৪ ডেস্ক: ফের জম্মুর আকাশে সন্দেহভাজন ড্রোন। হামলার আশঙ্কায় সতর্ক সেনা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার জম্মুর সাতওয়াড়ি এলাকায় দেখা মেলে ড্রোনের। ফলত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেনা সূত্রে খবর, নজরদারি চালাতে সীমান্তের অন্যদিকে ঘোরাফেরা করছিল ড্রোনটি। এই নিয়ে গত কয়েক মাসে বহু বার একই রকম ঘটনার শিকার হল জম্মু সীমান্ত। কয়েকদিন আগেই আবার সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সফরের মধ্যেই ড্রোনা আতঙ্ক ছড়ায় উপত্যকায়। সেনার দাবি, ওই প্রান্ত থেকে ড্রোন আনার নেপথ্যে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। এহেন পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে ফৌজের প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু গিয়েছিলেন জেনারেল রাওয়াত। সেখানেই সেনার একাধিক ঘাঁটি পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন……..শহিদ দিবসের মঞ্ছ থেকেই জানা যেতে পারে ২৪-এর পরিকল্পনা
অপরদিকে জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং ড্রোন আনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছেন। মঙ্গলবার তিনি জানান, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ড্রোন মাধ্যমে এপারে পাঠানো হচ্ছে জাল টাকা, হাতিয়ার এবং বিস্ফোরক। আর এই বিষয়ে তাদের মদত দিচ্ছে পাক অর্ডান্স ফ্যাক্টরি। গত জুন মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোন মাধ্যমে বোমা ফেলে। তারপর থেকেই বেড়ে চলেছে ড্রোন হামলা। কাশ্মীরের ৩৭০ ধারা রোদ হওয়ার পর থেকে সেখানে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতীয় জওয়ানের ভয়ে তা সেরকমভাবে সফল করতে পারছে না। সেই কারণেই জঙ্গি সংগঠনগুলির সাহায্য নিচ্ছে তারা।
Suspected Drone at Jammu