suvendu mamata nandigram
BREAKING: মমতার বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দুই
কলকাতা: নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দুই।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি।
এদিন প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তাতে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই। ফলে নন্দীগ্রামে কড়া টক্কর দেখবেন আমজনতা।
Breaking :বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
অন্যদিকে হলদিয়া থেকে প্রার্থী হচ্ছেন, তাপসী মন্ডল। তবে রাজ্যের এই মুহূর্তে যাবতীয় নজর রয়েছে নন্দীগ্রামের দিকে।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে হারানোর দাবি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। ফলে ডুয়েল যে একটা সেখানে হবেই তা স্পষ্ট।
suvendu mamata nandigram