Munmun Dutta
লড়াই ২৪ ডেস্ক: নেট দুনিয়ায় বেশ সক্রিয় ‘তারাক মেহেতা কা উলটা চশমা’ টিভি শো-এর এই তারকা। কখনো মেক-আপ টিউটোরিয়াল, আবার কখনো রিল সব মিলিয়ে জম জমাট তার নেট মাধ্যম। আর তার এই সব পোস্ট দেখে মুগ্ধ তার ফ্যান ফলোয়ার।
আবার এরই মধ্যে তাঁর শেয়ার করা কিছু পোস্ট দেখে অবাক নেটপাড়া। চোখ ফেরানোই দায় এই বাঙালি অভিনেত্রীর থেকে।
আরও পড়ুন……….দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার সংখ্যা
কিছুদিন আগেই দলতি বিরোধী মন্তব্যের জেরে বিতর্কে পড়েন অভিনেত্রী। দেশের পাঁচ রাজ্যে তাঁর নামে দায়ের হয় এফআইআর। তবে সেই সময় নিজের ভাষাগত প্রতিবন্ধকতা’র কথা উল্লেখ করে ক্ষমা চান তিনি। এমনকি সুপ্রিম কোর্টেও উঠেছিল সেই মামলা।
অবশেষে বিতর্ক কাটিয়ে স্মবহিমায় ফের ফিরেছেন অভিনেত্রী। হট লুকে ঘুম কাড়ছেন নেট দুনিয়ার।