দিঘা: দীর্ঘদিন পরে খুলেছে তাজপুর, দিঘা, মন্দারমনির মতো সমুদ্রসৈকত। পর্যটন শহরগুলি খুলে যাওয়ায় সঙ্গে সঙ্গেই দুর্ঘটনা ৷ সমুদ্রে ডুবে আজ, শনিবার মৃত্যু হয়েছে এক পর্যটকের।সমুদ্রে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন আরও এক পর্যটক।
হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা গোলাম মহম্মদ, মহম্মদ জুনেদ এবং হুগলির বৈদ্যবাটির বাসিন্দা উজিয়ার আহমেদ। তিন বন্ধু মিলে স্থির করেছিলেন দিঘায় যাবেন। কিন্তু বেপরোয়া হাবভাবেই হল কাল! অতিরিক্ত সাহসিকতার জন্য প্রাণ গেল এক পর্যটকের।
এই তিন যুবক বেপরোয়াভাবে সমুদ্রে নামার ফলেই প্রাণহানি হয়েছে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে তাঁরা মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।