হায়দরাবাদ: করোনা আক্রান্ত হলেন বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। কোভিড ১৯ পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য এসেছিলেন তিনি। তখন শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। আর এরপরেই রিপোর্ট আসে পজিটিভ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে অভিনেত্রীর। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরা সহ সকলে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে শুরু করেছে। নায়িকার ভক্তরা প্রিয় তারকার দ্রুত সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তাও পাঠান।
Read – কৃষি আইনের সমর্থনে মহিষ গাড়ি নিয়ে সুবিশাল মিছিল বিজেপির
উল্লেখ্য, এর আগে অগস্ট মাসে করোনা পরীক্ষা করিয়েছিলেন তামান্না। তখন তার মা-বাবার রিপোর্ট পজিটিভ এলেও তিনি নেগেটিভ ছিলেন। কিন্তু এবার করোনা আক্রান্ত হলেন বাহুবলী খ্যাত অভিনেত্রী।
অন্যদিকে তামান্নাকে খুব শীঘ্রই দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘বোলে চুরিয়া’ ছবিতে। এছাড়াও দুটি তেলেগু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তামান্না।