কালো জিরে দিয়ে ছবি বানিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাচ্ছেন নরসিংহ দাস
pranab mukherjee picture by black cumine
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। থমকে গিয়েছে বাংলাও। সারা দেশের নানান জায়গা থেকে তো বটেই এমনকি বিদেশ থেকেও শোকজ্ঞাপন করা হচ্ছে। এমতাবস্থায় কিছুটা অভিনব ভাবে প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরসিংহ দাস।
তিনি কালো জিরে দিয়ে তৈরি করেছেন প্রণব মুখোপাধ্যায়ের মুখায়ব। নিজের শিল্পে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতিকে। তাঁর সেই তৈরি প্রতিকৃতি বেশ প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়।
ফ্যান, নিজের পিঠে সুশান্ত রাজপুতের ট্যাটু করালেন ভক্ত
শিল্পী নরসিংহ দাস পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খাকুর্দাতে হলেও তিনি কর্মসূত্রে বর্তমানে থাকেন মেদিনীপুরেই। তাঁর সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, তিনি মহিষাগেড়িয়া এ.এন.এ হাই মাদ্রাসা (উ: মা:) স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত।
লড়াই ২৪ এর সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর আঁকা ও এইধরণের কারুকার্যের শখ ছিল। নিজে ভূগোল এর শিক্ষক হওয়াতে আঁকা ঢুকে পড়েছে নিজের বিষয়তেও। ফলে দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি তিনি। খুব সাধারণ জিনিস দিয়ে প্রতিকৃতি এঁকে ফেলেন তিনি। আর প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতেও নিজের শিল্পকুশলতা দিয়েই শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
pranab mukherjee picture by black cumine