কলম, ডায়রির দিন অতীত, শিক্ষক দিবসে শিক্ষককে দিন বিশেষ গিফট

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

teachers day gift

লড়াই ২৪ ডেস্ক: শিক্ষক এবং শিশুদের মধ্যে সবচেয়ে বিশেষ দিন হল শিক্ষক দিবস। প্রত্যেকেই এই দিনটি তাদের শিক্ষকদের জন্য বিশেষ করে তুলতে চায়, এই দিনটিতে যদি আপনিও শিক্ষকদের কিছু বিশেষ দিতে চান তবে আমরা আজ আপনাকে এমন ৫ টি উপহারের কথা বলব যা আপনাদের শিক্ষককে দিতে পারেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কফি মগ:


আপনি যখন বাজারে যাবেন তখন আপনার চারপাশের অনেক কিছুই দেখতে পাবেন। যেখানে আপনি দেখতে পাবেন বেশ কিছু ভালো শো পিস বা কফি মগের মতো অনেক ভাল আইটেম। এগুলি কিন্তু আপনার শিক্ষককে দিতে পারেন।

ফুলের তোড়া:


এই উপহারটি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য বিখ্যাত হলেও শিক্ষক দিবসেও কিন্তু আপনার শিক্ষককে দিতে পারেন। এর জন্য, আপনি তাজা এবং সুন্দর ফুল বাছতে পারেন।

ফটো গ্যালারি:


নিজের ব্যাচমেটদের ফটো গ্যালারি আকারে করে একটি ফটোফ্রেম করে দিতে পারেন শিক্ষককে। এটি হবে বিশেষ উপহার।

গাছ:

আপনার শিক্ষক কী প্রকৃতি প্রেমী? তবে অবশ্যই গাছ তাঁর কাছে ভালো উপহার স্বরূপ হয়ে উঠতে পারে। এমন কিছু গাছ দিন যা ঘরের জানলায় রাখলে শোভা বৃদ্ধি পাবে।

প্রয়োজনীয় জিনিস:


এই উপহারটি সাধারণত ভিন্ন ধরনের। তবে শিক্ষকের জন্য বিশেষ। কারণ শিক্ষককে আপনি তাঁর প্রয়োজনীয় জিনিসটি তুলে দিচ্ছেন। এটি তাঁর ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।

 সিড পেনসিলঃ

এই ধরনের পেনসিল এখন নতুন উঠেছে। পেনসিলের পেছনে থাকে একটা করে গাছের বীজ। পেনসিল ব্যবহার করা হয়ে গেলে সেই বীজ মাটিতে পুঁতে দিলেই গাছ জন্মায়।

হাতে বানানো কার্ড:

হাতে বানানো কার্ডের মধ্যে থাকে আন্তরিকতার ছোঁয়া। নিজের হাতেই কাগজ কেটে বানিয়ে নিতে পারেন কার্ড। তাতে পছন্দের বার্তা লিখুন। প্রয়োজনে ইউটিউবের নানা ভিডিয়ো দেখে নিতে পারেন।

 ফিটব্যান্ড:

শিক্ষকতা মানেই দীর্ঘক্ষণ বসে কাজ করা, খাতা দেখা। তাই শিক্ষকদের যদি একটি ফিটনেশ ব্যান্ড দেওয়া যায়, তবে তাঁরা খুবই খুশি হবেন, সঙ্গে সেই ব্যান্ডের জন্য সারাদিনে কতটা ক্যালরি তাঁরা বার্ণ করলেন তাও জানতে পারবেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment