লড়াই ২৪ ডেস্ক: নেট দুনিয়া থেকে সংগ্রহ করে এই সমগ্র তৈরি করা হল। একবার পড়ে দেখুন কোনটা পছন্দ হয়
শিক্ষক দিবসে সশ্রদ্ধ প্রণাম: আমাদের প্রত্যেকের জীবনেই কোন না কোন শিক্ষক থাকেন যাকে আমরা খুব পছন্দ করি। যাঁকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই দিনটার দিকে তাকিয়ে থাকি।
হ্যাপি টিটার্স ডে: শিক্ষক মানে কী? ছাত্রজীবনে আমরা অধিকাংশরাই বুঝতে পারি না শিক্ষকের গুরুত্ব। কিন্তু, জীবনযুদ্ধে যখন কর্মজীবনে আমরা প্রবেশ করি তখন বুঝি আমাদের অলক্ষ্যে কোন শক্তিকে আমাদের মধ্যে সফলভাবে পুড়ে দিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক আমাদের হাত ধরেন, মনের দরজা খোলেন, হৃদয় স্পর্শ করেন। আপনাকে সত্যিই ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
ভাল শিক্ষকের কারণেই সাধারণ পড়ুয়াও অসাধারণ কাজ করে ফেলে। আমার শিক্ষক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
আমার উদ্বেগের কারণ জানতে চেয়েছেন যিনি, আমাকে জ্ঞানের পথে চালিত করেছেন যিনি, জীবনের দিশা ঠিক করেছেন যিনি তাঁকে আজকের দিনে জানাই শুভ শিক্ষক দিবস!
T হল ট্যালেন্ট,E হল এডুকেশন, Aহল আচরণ,C হল চরিত্র,H হল ঐক্য,E হল দক্ষ,R হল সম্পর্ক! শুভ শিক্ষক দিবস!
সত্যিকারেই মানুষ গড়েন তাঁরা: ক্লাসে কেউ দুষ্টু, কেউ অমনোযোগী, কেউ আবার অতি মনোযোগী। কিন্তু, শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকের সঙ্গেই সমানভাবে মেশেন শুধু নয়, ছাত্র-ছাত্রীদের সমস্যা দূরেও সাহায্য করেন।
মার খেয়েও সুখ: হাজারো বারণ, শুনতো না কেউ-ই, ফলত কপালে মার ছাড়া আর কী বা হতে পারে। এখন মনে হয় মন্দ ছিল না এই এপিসোড।
শাসন, পড়াশোনা, বকুনি-র সঙ্গে সঙ্গে চলত মজার-মজার সব গল্প। মনে হত এত রাগী মানুষরা এত হাসাতে পারেন। আজ বিশ্বাস হয় রাগটা তো ছলনা আসলে হাসির মজাটাই বোঝানো ছিল উদ্দেশ্য।
আপনি ছিলেন বলেই আজ আমি আমি হতে পেরেছি। আমার বাবা মায়ের মতো আপনিও আমায় গড়ে তুলতে সাহায্য করেছেন। একথা চিরকাল মনে রেখে দেব।