সোশ্যাল মিডিয়ায় মেয়ের বিবস্ত্র ছবি, হার্ট অ্যাটাক মা-বাবার
Lorai 24: পড়াশোনার জন্য মা-বাবা মোবাইল কিনে দিয়েছিল ১৫ বছরের মেয়েকে। নিজের ঘরে একা একাই পড়ত, সে। কিন্তু সেই সুযোগে সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি শেয়ার করে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদে।
সেই ছবির খবর আত্মীয়দের মাধ্যমে বাবা মা-এর কানে পৌঁছায়। ছবি দেখেই হার্ট-অ্যাটাক করেন কিশোরীর বাবা-মা।
জানা গিয়েছে, মেয়েটির মামাতো/খুড়তুতো বোনেরাই তাঁকে এই বুদ্ধি দিয়েছিল।
পরে পরিবারের তরফে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হয়। কাউন্সিলর কিশোরীকে ঘটনার পরিণাম বোঝান ও তাঁর সঙ্গে আলোচনা করেন। কিশোরী জানিয়েছে সে এমন কাজ আর কখনও করবে না।
তবে সুখবর হল, সুস্থ হয়ে উঠেছে মেয়েটির বাবা-মা।