Indian Railway
লড়াই ২৪ ডেস্ক: ‘ট্রেন ২ ঘণ্টা লেট, যাত্রীদের ৪.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল ভারতীয় রেল’ জানালো ইন্ডিয়া টুডের রিপোর্ট। শনিবার অতিবৃষ্টির জন্য নয়াদিল্লি রেল স্টেশনে সিগন্যালে সমস্যা হয়। ট্রেন সেই কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছায়।
ভারতীয় রেল ট্রেন ২ ঘণ্টা লেট হওয়ায় যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী মোট ২০৩৫ জন যাত্রীর জন্য এই ঘোষণা করেছে IRCTC ।
আরও পড়ুন……………..করোনার এন্ডেমিসিটির পর্যায়ে ভারত, জানালেন হু-এর প্রধান বিজ্ঞানী
মোট ক্ষতিপূরণের অঙ্ক ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। গত শনি ও রবিবার দেরিতে চলেছিল তেজস এক্সপ্রেসের দুটি ট্রেন। অন্যদিকে রবিবার লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা দেরিতে পৌঁছয়৷ তেজস এক্সপ্রেস ভারতের প্রথম সেমি-হাই স্পিড(১৩০ কিমি প্রতি ঘণ্টা) , সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন। মোট চারটি তেজস ট্রেন রয়েছে ভারতীয় রেলের। ভারতে এছাড়াও দুটি সেমি-হাই স্পিড এক্সপ্রেস চলে। সেগুলি হল বন্দে ভারত ও গতিমান এক্সপ্রেস।
Indian Railway