বিধ্বংসী আগুন রাসায়নিক কারখানায়, CID তদন্তের নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর
তেলেঙ্গানা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তেলেঙ্গানায়। এবার আগুনের গ্রাসে রাসায়নিক কারখানা। শনিবার রাতে মেডচল-মালকানগীরী জেলার দুন্দিগল এলাকার একটি রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।
বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলের খুব কাছেই এয়ার ফোর্স অ্যাকাডেমি অবস্থিত। আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলের খুব কাছে এয়ার ফোর্স অ্যাকাডেমি অবস্থিত হওয়ায় বিভিন্ন মহলে চিন্তা বেড়েছে। প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হয়েছেন।
কীভাবে আগুন লাগল সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত হবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।