vastu shastra
লড়াই ২৪ : বাড়িতে ঠাকুরের আলাদা ঘরের ব্যবস্থা করতে পারেন না অনেকেই আজকাল। দশ ফুট বাই দশ ফুট জায়গায় মানুষেরই থাকার জায়গা মেলে না, তার উপর ঠাকুর রাখবে কোথায় ?
তবে, গৃহদেবতার জন্য কেউ কেউ আবার এরই মধ্যে এক টুকরো জায়গা খুঁজে নেন। হয়তো কমন প্যাসেজের এক পাশে, কিংবা ডাইনিংয়ের এক ধারে, অথবা সিঁড়ির নীচে একটা ছোট্ট ঘরের মতো করে সেখানে দেবতার অধিষ্ঠান সম্পন্ন করেন। কিন্তু বাস্তু বিশেষজ্ঞেরা এই সব নিয়েই পরামর্শ দেন।
বাস্তু বিশেষজ্ঞেরা বলেন, এই ভাবে নিজের বাড়ির বা ফ্ল্যাটের বা ঘরের কোনও একটা জায়গায় যে ভাবে হোক ঠাকুর এনে বসিয়ে দিয়েই হল না। এ ক্ষেত্রে একটু বিবেচনা করে জায়গা বাছাই করতে হয়। দেখতে হবে বাড়িতে ঠাকুরঘর যেন কোনও ভাবেই সিঁড়ির নীচে না হয়। সিঁড়ির নীচে ঠাকুরঘর হলে সেটা সংসারে মঙ্গলের পরিবর্তে নানা অমঙ্গলেরই সূচনা করে।
vastu shastra