BREAKING: ১লা জুন থেকে বাংলায় মন্দির, মসজিদ, গির্জা খুলবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন: সোমবার অর্থাৎ ১লা জুন থেকে পশ্চিমবঙ্গে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা খোলার অনুমতি দিল রাজ্য সরকার। শুক্রবার বিকেলে নবান্নে প্রেস কনফারেন্স করে তা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে, মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দেন, এক সঙ্গে ১০ জনের বেশি কোনও ধর্মস্থানে প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে ধর্মস্থানে কোনও জমায়েতও করা যাবে না।
হটস্পট এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের পরিবহণের ক্ষেত্রে খুবই অনিয়ম হচ্ছে বলে এদিনও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রে তিনি বলেন, ট্রেনে গাদাগাদি করে যদি এতো লোক আসতে পারে, তা হলে মন্দির, মসজিদ খুলতে কী অসুবিধা।
বরং এই সংকট থেকে মুক্তি পেতে মানুষ একটু প্রার্থনা করার সুযোগ পাবে। তাই কাল থেকেই মন্দির, মসজিদ খুলে যাবে।
পরক্ষণেই তিনি আবার বলেন, না থাক কাল থেকে খোলার দরকার নেই। অনেক দিন ধরে মন্দির, মসজিগ, গুরুদ্বারাগুলো বন্ধ রয়েছে। কোথাও সাপ ব্যাঙ ঢুকে বসে আছে। কোথাও ইঁদুর-বাদুড় ঢুকে আছে। পরিষ্কার করতে অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে। তাই সোমবার ১ জুন থেকে বরং খোলা যেতে পারে সব ধর্মস্থান।