BIG BREAKING: করোনা সেন্টার হিসেবে ব্যবহৃত হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৭
অমরাবতী: বিধ্বংসী আগুন লাগল অন্ধ্রপ্রদেশের একটি হোটেলে। ওই হোটেলটি কোভিড-১৯ কেয়ারের কাজে লাগানো হত।
সূত্রের খবর, রবিবার সকালে বিজয়ওয়াড়ার একটি হোটেলে আগুন লাগে। এই হোটেলটিকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করছিল একটি হাসপাতালে। সেই আগুনেই এখনও পর্যন্ত ৭ জন পুড়ে মারা গিয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। ভিতরে আটকে থাকা রোগী ও কোভিড কেয়ার সেন্টারের কর্মীদের বের করে নিয়ে আসার কাজ চলছে। উদ্ধার করা রোগীদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আশেপাশে।