WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দেরাদুন –     উত্তরাখণ্ডের চামোলি জেলায় রেনি গ্রামের তপোবন এলাকায়  হিমবাহ ধস। ভয়ংকর ক্ষতির আশঙ্কা। নিখোঁজ অন্ততপক্ষে ৫০ জন।ঘটনাস্থলে ১০০টিরও বেশি আইটিবিপি কর্মী ত্রাণের জন্য পৌঁছেছেন।

এই ঘটনায়  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, আইটিবিপি ও এনডিআরএফ-এর ডিজি-র সঙ্গে কথা বলেছি। সব আধিকারিককেই উদ্ধারকার্যের জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকার্যের জন্য গিয়েছে এনডিআরএফ-এর দল। দেবভূমির জন্য যথাসম্ভব সাহায্য করা হবে।’

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই ভয়াবহ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সমগ্র উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার বিপর্যয় মোকাবিলার জন্য সব জেলাশাসকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। যে সমস্ত জেলাগুলি দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অলকানন্দার আশেপাশের অঞ্চলগুলি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভাগীরথী নদীর জল আটকে দেওয়া হয়েছে। জলের স্রোত আটকানোর জন্য অলকানন্দা, শ্রীনগর বাঁধ ও ঋষিকেশ বাঁধ খালি করে দেওয়া হয়েছে। এসডিআরএফ-কে তৈরি রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত  একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, ‘যদি ঘটনাস্থলে কেউ আটকে পড়ে থাকেন তবে তাঁরা ১০৭০ অথবা ৯৫৫৭৪৪৪৪৮৬ নম্বরে যোগাযোগ করুন’। এছাড়া কোনও পুরনো ভিডিয়োর ছবি দেখে গুজব ছড়ানোর ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন রাওয়াত।



এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার