শ্রীনগর: জম্মু কাশ্মীরে ফের সাফল্যের মুখ দেখল পুলিশ। পুলিশের জালে ধরা দিল কুখ্যাত লস্কর-ই-তইবা জঙ্গিৰ আকিব আহমেদ।
বুধবার সকালে জম্মু কাশ্মীর পুলিশ একটি বিশ্বস্ত সূত্র থেকে খবর পায়, হাণ্ডওয়ারার এই দুষ্কৃতী বন্দিপোরা জেলায় লুকিয়ে রয়েছে। এরপরেই ৩২ নং রাইফেল, ১৩ নং রাইফেল এবং ৯২ নং ব্যাটেলিয়ানের সিআরপিফএর বড় দলটি গোটা এলাকাটিকে ঘিরে ফেলে। ফাঁদে ফেলা হয় কুখ্যাত লস্কর-ই-তইবা জঙ্গিৰ আকিব আহমেদকে।
আটক জঙ্গির কাছ থেকে বহু বেআইনি অস্ত্রশস্ত্র মিলেছে। থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।